বরিশাল জেলা প্রশাসন এ ডিজিটাল মেলার আয়োজন করে। সিটি মেয়র এ্যাড শওকত হোসেন হিরন বরিশাল জিলা স্কুল মাঠে এ ডিজিটাল মেলার উদ্ভোধন করবেন। ডিজিটাল মেলা উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ের মোট ৩৩টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ৩টি প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হবে। সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করার জন্য ইলেক্ট্রনিক্স ভোটের সিস্টেম চালু করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রী মোঃ শাহজাহান মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।