বরিশালে ২৮ জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ছিলো শেষদিন। ওইদিন ২৫৬ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন ৪ জন কাউন্সিলর প্রার্থী এবং সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন একজন। আগামি ১৩ জানুয়ারির অনুষ্ঠিতব্য নির্বাচনে এ পাঁচ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেব ১৮ জন, কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে গোলাম মনির মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এখানে হারিছুর রহমান হারিছ ও নুরুল ইসলাম নুর আলম হাওলাদার প্রার্থী হিসেবে রয়েছেন। কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া ৫৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১২ জনের মধ্যে ১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখানে তৌফিক ইসলাম স্বজল নামের এক কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।  

বানারীপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী এডভোকেট মাহমুদ হোসেন মাখন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ওইখানে মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ৬ জন প্রার্থী। ২৩ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে জাকির হোসেন মোল্লা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১২ জন। মেহেন্দীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ২ জন, কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৪১ জনের মধ্যে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১২ জন। বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ৫ জন, ২৯ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে গাজী হুমায়ুন কবির নামের একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া ও আব্দুর রশিদ হাওলাদার নামের একপ্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন ২৭ জন প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে রয়েছেন ১৩ জন প্রার্থী।

মুলাদী পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে আসাদ মাহমুদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ৩ জন। এছাড়াও ২৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে যাছাই বাছাইয়ে ১ জনের মনোনয়নপত্র বাতিল, সন্ত্রাসী হামলায় মনির হোসেন রাঢ়ী নিহত, রানা নামের এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ও আব্দুর রব হাওলাদার নামের এক কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বনধিতায় নির্বাচিত হওয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন ২৪ জন। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১০ জন।