১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। ওইদিন ১ জন মেয়র, ১৪ জন কাউন্সিলর ও ১জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তৌফিক ইসলাম স্বজল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক স্বপন জানান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী গোলাম মনির মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখানে মেয়র পদপ্রার্থী হিসেবে রয়েছেন মোঃ হারিছুর রহমান হারিছ ও মোঃ নুরুল ইসলাম নুর আলম হাওলাদার।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৫৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে গতকাল সোমবার পৌরসভার ১ নং ওয়ার্ডের ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এখন ওই ওয়ার্ডে প্রার্থী হিসেবে রয়েছেন ৭জন, ২ নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও মোঃ মোশারফ হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন মাহবুব আলম হাওলাদার, কে.এম আহসান ইসলাম ও জুয়েল খান। ৩ নং ওয়ার্ডে মিন্টু সরদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ওই ওয়ার্ডের একমাত্র প্রার্থী তৌফিক ইসলাম স্বজল বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

৪ নং ওয়ার্ডে মোজাফ্ফর হাওলাদার মনোনয়পত্র প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন ফরিদ মিয়া, নুর আলম সিকদার, লিটন বেপারী ও তুহিন সরদার। ৫ নং ওয়ার্ডে লিটন হাওলাদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন শাহ আলম ফকির, রেজাউল করিম টিটু, জয়নাল আবেদীন খন্দকার, মনিরুজ্জামান ও আঃ ছালাম খান। ৬ নং ওয়ার্ডের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় প্রার্থী হিসেবে রয়েছেন আতিকুর রহমান, সোহেল ভূইয়া ও কবির হোসেন খান।

৭ নং ওয়ার্ডে আবু জাফর শরীফ ও ফিরোজ সিকদার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন গোলাম আহাদ মিয়া রাসেল, শহিদুল ইসলাম, ফিরোজ রহমান ও জামাল হোসেন বাচ্চু। ৮ নং ওয়ার্ডে গোলাম হেলাল মিয়া, মজিবর সরদার, হানিফ বেপারী, গোলাম ফারুক বেপারী ও আমিনুল হক আলআমিন মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন মিয়া গোলাম মোর্শেদ পান্না, বকতিয়ার হাওলাদার, ফারুক মৃধা, আব্দুল হাকিম হাওলাদর ও মোঃ সুমন বেপারী।

৯ নং ওয়ার্ডে ফজলুল হক খলিফা প্রত্যাহার করে নেয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন মন্নান সরদার, আব্দুস সামাদ আকন মুন্না, মোঃ বাবুল খান, খন্দকার মহিউদ্দিন আহম্মেদ, সফিকুল ইসলাম, হারুন-অর রশিদ বেপারী, আলাউদ্দিন বেপারী ও ইয়াসিন খান। এছাড়াও সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী গীতা রানী বণিক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়পত্র জমা দিয়ে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে ৮ নং ওয়ার্ডের গোলাম হেলাল মিয়া জানান, কাউন্সিলর প্রার্থীদের ব্যাপারে দলের কোন সিদ্ধান্ত না আসায় এবং মহাজোট মনোনীত একমাত্র পৌর মেয়র প্রার্থীর নির্বাচনের স্বার্থে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।