বাটাজোর বন্দরের হরি মন্দিরের নির্মানাধীন দেয়াল ভাংচুর

বাটাজোর বন্দরের হরি মন্দিরের নির্মানার্ধীন দেয়াল গতকাল মঙ্গলবার ভাংচুর করেছে স্থানীয় দু’ব্যবসায়ী ও তাদের সমর্থকেরা। এ ঘটনায় বন্দরের শতাধিক ব্যবসায়ীরা ক্ষুব্দ হয়ে থানায় উপস্থিত হয়ে মন্দিরের দেয়াল ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মন্দির কমিটির সভাপতি লক্ষণ সমদ্দার ও সাধারন সম্পাদক ক্ষিতিশ পাল জানান, গত ছয়মাস পূর্বে মন্দির উন্নয়নের লক্ষে পূর্ণনির্মানকাজ শুরু করা হয়। সে লক্ষে গতকাল মঙ্গলবার সকালে নির্মান শ্রমিকেরা মন্দিরের দেয়াল (বেড়া) নির্মান করেন। ওইদিন সকালে স্থানীয় বন্দরের ব্যবসায়ী দিলিপ মন্ডল, পল্টু মন্ডল ও তাদের সমর্থকেরা নির্মানাধীন মন্দিরের দেয়ালের প্রায় সাত ফুট লম্বার দেয়াল ভেঙ্গে ফেলেন। এতে বন্দরের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বন্দরের প্রায় শতাধিক ব্যবসায়ীরা ওইদিন বিকেলে গৌরনদী থানায় উপস্থিত হয়ে মন্দিরের দেয়াল ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ীদের পক্ষে মন্দির কমিটির সাধারন সম্পাদক ক্ষিতিশ পাল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে অভিযুক্ত দিলিপ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পিছনে ফেলে মন্দিরের দেয়াল নির্মান করায় তা ভেঙ্গে ফেলা হয়েছে।