চারদলীয় জোটের মেয়র প্রার্থীর মাইক প্রচারনায় বাঁধা

মোঃ নুরুল ইসলামের নির্বাচনী প্রচারনায় গতকাল বুধবার সন্ধ্যায় বাঁধা প্রদান করা হয়েছে। এ সময় মহাজোট প্রার্থীর সমর্থকরা চারদলীয় জোটের মেয়র প্রার্থীর প্রচার কর্মীকে হত্যার হুমকি দিয়ে প্রচার মাইকের মাইক্রোফোন (মাউথ পিচ) ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র হাওলাদার মোঃ নুরুল ইসলাম অভিযোগ করেন, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার নির্বাচনী প্রচারনার জন্য প্রচারকর্মী সোহাগ তালুকদার একটি মিশুকযোগে মহাজোট প্রার্থীর বাড়ির সন্নিকটে (পৌর এলাকার টিকাসার গ্রামের হাজ্বী বাড়ির সম্মুখের ব্রীজের ওপর) পৌঁছলে মহাজোট প্রার্থীর সমর্থক আল-আমিনের নেতৃত্বে ৪/৫ জন যুবক ২টি মটরসাইকেল দিয়ে ব্যারিকেট দিয়ে প্রচার মাইকের মাইক্রোফোন (মাউথ পিচ) ছিনিয়ে নেয়। তিনি আরো অভিযোগ করেন, এছাড়াও প্রচার কর্মী সোহাগ তালুকদার ও মিশুক চালক খোকন ঘরামীকে পূর্ণরায় চারদলীয় জোটের প্রার্থীর আনারস মার্কার সমর্থনে প্রচারনার কাজ করলে তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ক্যামেরা মোবাইল ফোনে তাদের ছবি তুলে রাখে। এ ঘটনার পর পরই মেয়র প্রার্থী হাওলাদার নুরুল ইসলাম বিষয়টি  রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়র পদপ্রার্থী হাওলাদার মোঃ নুরুল ইসলাম বিষয়টি তাকে মৌখিকভাবে জানানোর সাথে সাথে তিনি গৌরনদী থানার ওসিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও হাওলাদার নুরুল ইসলামকে এ বিষয়টি লিখিত ভাবে অভিযোগ করার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন।