অধিকার করেছে ইস্তে খায়রুল হাসান মুন। গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৬৪ নাম্বার পেয়ে মুন প্রথমস্থান অধিকার করেছে। তার পিতা গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কবির উদ্দিন ও মাতা গৃহীনি মিসেস শামীমা কবির। মুন ভবিষৎতে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। এ জন্য সে সকলের দোয়া চেয়েছেন।