নামের একটি রড ও সিমেন্টের দোকানে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। পরবর্তীতে বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আলাউদ্দিনের নির্দেশে তালা খুলে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ ডিসেম্বর।
রিফাত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ইউনুস মোল্লা অভিযোগ করেন, বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আনোয়ার হোসেনকে বিদেশ পাঠানোর জন্য দীর্ঘদিন পূর্বে তার দোকানে বসে ৪০ হাজার টাকা গ্রহন করেন পাশ্ববর্তী মুলাদী এলাকার মিলন হাওলাদার। পরবর্তীতে বিদেশ যেতে না পেরে আনোয়ার তাকে (ইউনুসকে) বিভিন্ন ধরনের চাপ প্রয়োগসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। একপর্যায়ে গত ২৬ ডিসেম্বর রাতে আনোয়ার ও তার সহযোগীরা তার (ইউনুসের) ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার পরেরদিন ২৭ ডিসেম্বর সকালে ব্যবসায়ী ইউনুস বিষয়টি স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ আলাউদ্দিন হোসেন ঘটনাস্থলে পৌঁছে আনোয়ারকে তালা খুলে দেয়ার জন্য নির্দেশ দেন। একপর্যায়ে আনোয়ার তালা খুলে দেয়। এঘটনার পর থেকে প্রভাবশালী আনোয়ার হোসেন ব্যবসায়ী ইউনুস মোল্লাকে বিভিন্ন ধরনের ভয়ভিতীসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে ব্যবসায়ী ইউনুস এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।