টিটুর-হরিন মার্কার সমর্থনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার নির্বাচনী এলাকা চরগাধাতলী গ্রামের শাখারীপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে শিক্ষক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুশীল ঘোষ, প্রফেসর দেলোয়ার হোসেন, মনির হোসেস, জ্বগদ্বীশ কর্মকার, সন্তোষ কুমার দত্ত, কামাল ফকির, শিপন হাওলাদার, রাজু আহম্মেদ, কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম টিটু প্রমুখ।