কেউ পাস করেনি – ১৬ টি স্কুলের স্বীকৃতি বাতিল হচ্ছে

ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুবশীঘ্রই শিক্ষাবোর্ড ব্যবস্থা নিতে যাচ্ছে। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি আরো বলেন, যেসব স্কুলে এক জনও পাস করেনি তাদের স্বীকৃতি বাতিল করা হবে।

একজনও পাস করেনি এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে-বরগুনার বেতাগী কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বেতাগী ফুলতলা নুরুন্নেছা জুনিয়র বালিকা বিদ্যালয়, বেতাগী রানীপুর খোন্তাকাটা দারুস সুন্ন্ত জুনিয়র স্কুল, বাকেরগঞ্জ পশ্চিম নালুয়া রাবেয়া বেগম জুনিয়র স্কুল, বাকেরগঞ্জ দিনগার হাট জুনিয়র ইউনাইটেড হাইস্কুল, বরিশাল সদরের বরিশাল নৈশ মাধ্যমিক বিদ্যালয়, মুলাদী সৈয়দা শাহজাদী বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, উজিরপুর মুন্ডপাশা আনোয়ারা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বোরহান উদ্দিন শুকরা জুনিয়র বালিকা বিদ্যালয়, তজুমদ্দিন একাডেমি জুনিয়র স্কুল, ঝালকাঠি সদরের নবগ্রাম নাদের আলী জুনিয়র বালিকা বিদ্যালয়, রাজাপুর জে.আর.বালিকা বিদ্যালয়, পটুয়াখালী সদরের টিটকাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাউখালী আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, বরিশালের হিজলা আব্দুস ছত্তার তালুকদার মেমোরিয়াল জুনিয়র হাইস্কুল ও ঝালকাঠির নলছিটি গোয়ালকাঠি জুনিয়র বালিকা মাধ্যমিক বিদ্যালয়।