লক্ষে প্রশিক্ষন কর্মসূচী গতকাল সম্পন্ন হয়েছে। একইদিন স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীদের মাঝে বরিশালের স্পিড ট্রাষ্ট সংগঠন এর মাধ্যমে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। মাহিলাড়ায় অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে আলোচনাসভায় অনন্ত নারায়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ ইসাাহাক আলী সরদার। প্রশিক্ষন প্রদান করেন স্পিড ট্রাষ্ট এর এল. টি. জি সদস্য কায়েস আহমেদ। বক্তব্য রাখেন মাহিলাড়া ডিগ্রি কলেজের প্রভাষক অমল রায়, ইউপি সদস্য মোঃ হুমায়ুন আকন, জবেদ আলী, রহিমা বেগম, হাসনে হেনা বেগম, স্পিড ট্রাষ্ট’র ফোকাল পারসন সৈয়দা আফিফা তানিয়া। অপরদিকে গত ২৯ ডিসেম্বর বিকেলে বাটাজোড় ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাটাজোড় ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এইচ,এম শামসুল হক। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ ইদ্রিস সরদার, দিলরুবা আক্তার, বিএনডিএন’র ওয়াহিদা আক্তার মুক্তি। প্রশিক্ষন প্রদান করেন স্পিড ট্রাষ্ট এর এল. টি. জি সদস্য কায়েস আহমেদ এবং স্পিড ট্রাষ্ট এর ফোকাল পারসন সৈয়দা আফিফা তানিয়া। প্রশিক্ষনে মূলআলোচ্য বিষয় ছিলো নারী নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং গ্রাম পুলিশের মাঝে প্রশিক্ষন প্রদান।