টমটমের ধাক্কায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের ব্যবসায়ী মোটরসাইকেল চালক নজরুল ইসলাম নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে সাহেবরামপুর নামকস্থানে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৈলা ইউনিয়নের সাবেক ভাইসচেয়ারম্যান শ্যাম বেপারীর পুত্র ও পয়সারহাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম (২২) ব্যবসায়ীক কাজে গতকাল বৃহস্পতিবার সকালে নিজবাড়ি দক্ষিণ শিহিপাশা থেকে কালকিনির সাহেবরামপুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টরকী-সাহেবরামপুর সড়কের সাহেবরামপুর বাজারের সন্নিকটে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ইঞ্জিনচালিত টমটম তাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে তার ব্যবহৃত মোটর সাইকেলটি দুমরে মুচরে ব্যবসায়ী নজরুল গুরুতর আহত হয়। মুুমর্ষ অবস্থায় তাকে কালকিনি হাসপাতালে নেয়ার পর কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।