দু’মেয়র প্রার্থী এখন মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করছেন

উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম মনির মিয়া ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারনার কাজ শুরু করেছেন।

সূত্রমতে, পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষনার আগ থেকেই জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে পৌর এলাকার ভোটারদের কাছে দোয়া প্রার্থী ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সরকারী গৌরনদী কলেজের সাবেক জি.এস ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। সেমতে তিনি মনোনয়নপত্রও ক্রয় করেছিলেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম মনির মিয়া। তারা দু’জনই মহাজোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরইমধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র উদ্যোগে জেলা আওয়ামীলীগ ও মহাজোটের নেতৃবৃন্দদের নিয়ে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছকে মহাজোটের প্রার্থী ঘোষনা করা হয়। হারিছ গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র। অবশেষে দলের এ সিদ্ধান্তকে মেনে নিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছের দেয়াল ঘড়ি মার্কার সমর্থনে গত কয়েকদিন ধরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ওই দুই মেয়রপ্রার্থী।