কাউন্সিলর প্রার্থী হিসেবে তিন বন্ধুর লড়াই

সু-সম্পর্কিত ও গৌরনদীর আলোচিত তিন বন্ধু জুয়েল, কুট্টি ও খায়রুল। ওই ওয়ার্ডে তিনবন্ধু ছাড়া অন্যকোন কাউন্সিলর প্রার্থী নেই। গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারনায় তারা সকলেই নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়ালেও তাদের কারো বিরুদ্ধে কেহ দুর্নাম রটাচ্ছেন না, দিচ্ছেন না কোন উস্কানিমূলক বক্তব্য। ভোটারদের কাছে তাদের একটাই দাবি-দক্ষ দেখে পক্ষ নিন, যাকে খুশি ভোট দিন। তিন বন্ধুর সমানে সমান প্রতিদ্বন্ধীতায় সাধারন ভোটাররা পরেছেন বেকায়দায়। ভোটারদের মতে কাকে রেখে কাকে দেই, যোগ্যতো দেখি তিনজনকেই। ভোটারদের সর্বচ্চো বিবেচনার রায় পাওয়া যাবে আগামি ১৩ জানুয়ারির নির্বাচনের ফলাফলে। তবে তিন বন্ধুর নির্বাচনী প্রতিদ্বন্ধীতায় ওই ওয়ার্ডের নির্বাচন বেশ জমে উঠেছে। সূত্রমতে, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন উপজেলা যুবলীগ নেতা মাহবুব আলম হাওলাদার ওরফে কুট্টি-হরিন, মোঃ জুয়েল খান-ফুটবল এবং কে.এম আহসান ইমাম ওরফে খায়রুল খান-মোরগ। বিপুল ভোট না হলেও সামন্য ভোটের ব্যবধানে তারা তিন বন্ধুই জয়ের জন্য আশাবাদি। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান কাউন্সিলর আব্দুল হাকিম খান ও সমাজসেবক মোঃ মোশারফ হোসেন। তিন বন্ধুর শক্ত অবস্থানের কারনে তারা দু’জনেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।