নয়া বছরকে স্বাগত জানাতে প্রার্থীদের বাড়তি ব্যয়!

পারলেও নয়া বছরকে স্বাগত জানাতে ও সদ্য সমাপ্ত বছরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পৌরসভা নির্বাচনের প্রার্থীদের বাড়তি ব্যয় করতে হয়েছে। থার্টি ফাস্ট নাইট উৎযাপনের এমন জাক-জমকপূর্ণ দৃশ্য কখনোই দেখা যায়নি। এমন ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনিতে বছরের শেষ দিন শুক্রবার রাতে।

জানা গেছে, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৪০টি স্থানে থার্টি ফাস্ট নাইট উৎযাপনে ব্যাপক আয়োজনের ব্যবস্থা করা হয়। থার্টি ফাষ্ট নাইটের এ ৪০টি অনুষ্ঠানের ব্যয় হয়েছে প্রায় ৪লক্ষ টাকার মতো। স্থানীয় যুবক ও কিশোরদের উদ্যোগে পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন। প্রার্থীদের টাকায় অনুষ্ঠান আয়োজন করা হলেও কোনো প্রার্থী নির্বাচনী আচারণ বিধি লংঘন ও নির্বাচনী ব্যয়ে অন্তভূক্ত হওয়ার ভয়ে এতে উপস্থিত ছিলেন না। নাচ, গান, খাবার পরিবেশন ও লাইটিংসহ উৎসব মুখর পরিবেশে জাক-জমকভাবেই উৎযাপন করা হয়েছে থার্টি ফাস্ট নাইট। যুবক শ্রেণীর ভোটার ও সমর্থকদের পাশে রাখতেই প্রার্থীদের এমন কৌশল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচন জমিয়ে রাখে কিশোর ও যুবকরা। তারা অনুষ্ঠানের জন্য টাকা চাইলে তো দিতেই হবে। প্রায় ২০টি গ্রামে অনুষ্ঠানের জন্য আমাকে টাকা দিতে হয়েছে’।