শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহম্মদ আল-হাসানী ওয়াল হোসাইনী বলেছেন, ইনসানে কামেল হতে হলে আত্মশুদ্ধির জন্য আউলিয়া কেরামদের সুন্নীয়ত ও তাসাউফ ভিত্তিক ত্বরীকত চর্চা একান্ত জরুরী। প্রধান অতিথির বয়ান শেষে তিনি বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর হাইস্কুল প্রাঙ্গনে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে গত ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ওয়াজ করেন-আলহাজ্ব শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ, মাওলানা নুরুল ইসলাম জামালপুরী, মুফতী আলামা বাকী বিল্লাহ, মাওলানা রুহুল আমীন ভূইয়া। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।