তালাকপ্রাপ্ত স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

ওই ব্যক্তি প্রবাসে থাকা অবস্থায় আত্মসাত করা টাকা ও সোনা-গহনা দখলে রাখতে সাবেক স্ত্রী এ মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়রেন চন্ডিপুর গ্রামের সিদ্দিক হাওলাদার ১৩ বছর আগে বিয়ে করেছিল একই গ্রামের জেসমিন বেগম আনজু নামক এক তরুনীকে। তাদের ঔরসে ৫ ও ১১ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ২০০৪ সালে সিদ্দিক বিদেশ চলে যাওয়ার পর ২০০৬ সালের ১৩ আগষ্ট আনজু তার স্বামীকে তালাক দেয় এবং সাগর নামক অপর এক যুবকের সঙ্গে তার পূনরায় বিয়ে হয়। আনজুর প্রথম স্বামী সিদ্দিক হাওলাদার গত ১ নভেম্বর দেশে ফিরে আসার পর ৮ ডিসেম্বর সে সিমা নামক অপর এক তরুনীকে বিয়ে করে। অপরদিকে ২০ ডিসেম্বর সিদ্দিক সহ ৪ জনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেছে প্রথম স্ত্রী জেসমিন বেগম আনজু। ২৪ ডিসেম্বর কোতোয়ালী থানা পুলিশ সিদ্দিককে গ্রেফতার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। জাগুয়া ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিদ্দিকের আত্মসাত করা টাকা দখলে রাখতে আনজু এ মিথ্যা মামলা দায়ের করেছে তার প্রথম স্ত্রী।