উজিরপুরে বই বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগ

শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বক্তব্য তিনি খেলাধূলার ফি বাবদ ৭৫ টাকা এবং ২৫ টাকা করে নিচ্ছেন এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য।

অভিভাবকরা জানান, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সরকারি ভাবে বিনামূল্যে বই বিতরণের নিয়ম থাকলেও প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল বই বিতরণের নামে ছাত্র প্রতি একশত টাকা করে আদায় করেছেন। এ বিষয়টি নিয়মবর্হিভূত বলে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হারুন অর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পেয়ে নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুলাহ ওয়ালীদকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন। লিখিত অভিযোগে আরো জানা গেছে, ২০১০ সালের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার রোল-২ নামক ছাত্রী বার্ষিক পরীক্ষা না দিয়ে ২০১১ সালে সপ্তম শ্রেণীতেও ২ রোল নিয়ে উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল জানান, বিদ্যালয়ের স্বার্থেই তিনি এক’শ টাকা করে চাঁদা নিয়েছে। কোনমতেই তা ব্যক্তিগত স্বার্থে নয়।