দেবর ও ভাবীর পৃথক নির্বাচনী প্রচার-প্রচারনা ও ব্যাপক গণসংযোগে এলাকার ভোটারদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগ নেতা মাহবুব আলম হাওলাদার ওরফে কুট্টি-হরিন। তার (কুট্টির) বড়ভাই মোশারফ হোসেন হাওলাদারের স্ত্রী সুলতানা রাজিয়া লাভলী-কলস প্রতীক নিয়ে সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পৃথক ভাবে ব্যাপক গণসংযোগসহ নির্বাচনী প্রচার প্রচারনায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই ঘরের দু’প্রার্থী দেবর ও ভাবীর পৃথক নির্বাচনী প্রচার-প্রচারনা ও ব্যাপক গণসংযোগে ওই এলাকায় বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে।