আমিনুর খান ও তার সহযোগীদের হামলায় হিন্দু পরিবারের মা-মেয়েসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জ্বগদ্বীশ মিস্ত্রির রেখে যাওয়া সহয় সম্পত্তি আত্মসাতের জন্য দীর্ঘদিন থেকে নানামূখী ষড়যন্ত্রসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো একই গ্রামের মৃত আলী আকবর খানের পুত্র বিএনপি ক্যাডার প্রভাবশালী আমিনুর খান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পিত ভাবে আমিনুর তার ৭/৮ জন সহযোগী নিয়ে জ্বগদ্বীশের স্ত্রী নমিতা রানীর ওপর হামলা চালায়। এ সময় নমিতার চিৎকারে তার কন্যা পুস্প মিস্ত্রি, স্বর্ণালী, দিপালী মিস্ত্রি ও পুত্র অপূর্ব মিস্ত্রি এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিন রাতে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দেয়া হয়েছে।