আজকের সেরা ছবি : ইন্দো বাংলা বন্ধুত্ত!

নিহত হয়েছে। এ ছাড়া বিএসএফ এক নারীসহ দুজনকে ধরে নিয়ে গেছে বলে জানা যায়। স্থানীয় লোকজনের ধারণা, বিএসএফের হাতে আটক দুজন ফেলানীর মা-বাবা। বিএসএফ মৃত শিশুটির লাশ ভোর থেকে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখলে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এতে বিএসএফ ভারতীয় সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করে।

ইন্দো বাংলা বন্ধুত্ত!

স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, একটি বাংলাদেশি পরিবার ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে আজ দেশে ফিরছিল। ভোরে পরিবারটি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে খেতাবকুটিতে পোঁছালে বিএসএফের চৌধুরী হাট ক্যাম্পের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ফেলানী ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা এক নারী ও একজন পুরুষকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এরপর বিএসএফ শিশুটির লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। ঘটনার প্রতিবাদে হাজার হাজার লোকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ লাশ সরিয়ে নিতে বাধ্য হয়।

সূত্র: খবরটি প্রথম আলো থেকে সংগ্রহ করা