প্রার্থী মাঠে থাকলেও মূল লড়াই হবে বর্তমান ও সাবেক মেয়র প্রার্থীর মধ্যে। এছাড়াও এখানে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমান মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পদচারনায় সরগরম হয়ে উঠেছে গোটা পৌর এলাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে গভীরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিনরাত গনসংযোগ চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলরপ্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়েগেছে গোটা পৌর এলাকা। পৌর এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে আফিসপাড়ায় বইছে নির্বাচনী আলোচনার ঝড়। কে হচ্ছেন পৌর পিতা এনিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। এবারের পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করছেন- বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ.এম অহেদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হাজরা মন্নু। ভোটারদের মতে, এইচ.এম অহিদুল ইসলাম ও শেখ কামাল হোসেনের মধ্যেই হবে ভোটের লড়াই।
সাবেক মেয়র শেখ কামাল হোসেনের পক্ষে মাঠে নেমেছেন গত নির্বাচনে প্রতিদন্ধিতাকারী দু’মেয়র প্রার্থী মিজানুর রহমান মিঠু ও শেখ ফায়েকুজ্জামান। শেখ কামাল হোসেনের সমর্থকরা মনে করছেন গত নিবাচনের দু’মেয়র প্রার্থী তাদের পক্ষে কাজ করায় তাদের জয়ের সম্ভাবনাই বেশী। বর্তমান মেয়র এইচ.এম অহিদুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষের এ সম্ভাবনার ধুয়া উড়িয়ে দিয়ে বলেন, সাবেক দু’প্রার্থী শেখ কামাল হোসেনের পক্ষে কাজ করলেই যে তিনি জয়ী হবেন এটা আজগবি কথা ছাড়া আর কিছুই নয়। তবে সাধারন ভোটাররা যোগ্যপ্রার্থীকেই ভোট দেবেন বলে জানিয়েছেন। ভোটারদের ভাষ্যমতে, বর্তমান মেয়র এইচ.এম অহিদুল ইসলাম বিগত দিনে এলাকায় যে উন্নয়ন মূলক কাজ করেছেন তাতে পৌর পিতা হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে।