নেছারিয়া আলিম মাদ্রাসায় পুরস্কার বিতরন

পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও উক্ত মাদ্রাসার সভাপতি আতাউর রহমান (আতা)র সভাপতিত্বে গতকাল শনিবার মাদ্রাসার সভা কক্ষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মুহাম্মদ সিরাজুল ইসলাম খানসহ  বিভিন্ন শিক্ষক, সুধীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর পূর্বে কোরান তেলোয়াত করেন, মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র মো. জাকারিয়া। আগৈলঝাড়া উপজেলার মাদ্রাসার জেএসসি পরীক্ষাথীদের মধ্যে বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার ছাত্র আবু হানিফ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। মাদ্রাসাটি উপজেলার সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে বক্তারা ফাজিল (ডিগ্রী) করার জোর দাবী জানান বর্তমান সরকরের কাছে। অনুষ্ঠানের সভাপতি বর্তমান কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক তার বক্তব্যে বলেন, আমি সবচেয়ে আনন্দিত হই যদি ভাল ফলাফল লাভ করে কোন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় শীর্ষে থাকে। আমি দেখতে চাই এই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা দেশের সর্বউর্ধে ফলাফল লাভ করে টিভি চ্যানেল বা পত্রিকায় নাম এনেছে। আমাদের সরকার চায় বই পড়ে দেশের নিরক্ষতা দূরকরণ। বাংলাদেশ সৃষ্টি ইতিহাসে বর্তমান সরকার বই বিতরণের মধ্যে দিয়ে প্রমাণ করেছে বর্তমান সরকারের সফলতা।