আগৈলঝাড়ায় গো-খাদ্যের তীব্র সংকট

কাঁচা ঘাস, ধানের খড়ের তীব্র সংকট দেখা দিয়েছে। গো-খাদ্যের সংকটের কারনে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এলাকার অনেক গরুর খামার। সাধারন কৃষক, গরুর খামারিরা তাদের গোয়ালের গরু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। উপজেলায় কৃষকের ফসলহানি ভূমি আবাস ভূমিতে পরিনত হওয়ায় খড় ও কঁচা ঘাসের গো-খাদ্যের অন্যান্য দ্রব্যের বাজার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তা সংগ্রহে তারা হিমশিম খাচ্ছে। অন্যদিকে এসব খাদ্যের বিকল্প হিসেবে কচুরিপানা, বিভিন্ন গাছের পাতা নানা অস্বাস্থ্যকর খাদ্য গো-খাদ্য হিসেবে ব্যবহার করানোর ফলে নানা রোগের আক্রান্ত হচ্ছে পশুগুলো। আর রোগের আক্রান্ত হওয়ার কারনে পশুর চিকিৎসায় বাড়তি ব্যয় করতে হচ্ছে পশু পালনকারিদের। এসব কারনে কৃষকরা বাধ্য হচ্ছেন তাদের পালিত পশু বিক্রি করে দিতে। গো-খাদ্যর সংকটের কারনে অনেক কৃষকের গরু পালন বন্ধ হয়ে গেছে। অনেক কৃষক জানান গো-খাদ্যর খড়ের মূল্য বর্তমান বাজার এতোটাই চড়া যে এগুলো ক্রয় করে গরুকে খায়ানো সম্ভব হচ্ছেনা। তাই বাধ্য হয়ে গরু গুলো অল্প মূল্যে বিক্রি করতে হচ্ছে। খড় কুটার কারনে দুধ দেওয়া গাভীতেও কম দুধ দিচ্ছে বলে তারা জানান। এক ভ্যান খড় কিনতে তাদের ১২০০ থেকে  ১৫০০ টাকা খরচ হচ্ছে। যা একটি গরুর খাবার এক সপ্তাহের বেশি হচ্ছে না।