বরিশালে নারীর ক্ষমতায়নে লড়ছেন ৪৯ জন নারী

কাউন্সিলর পদে এ বছর মোট ৪৯ জন নারী প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এসব প্রার্থীরা শেষ সময়েও জয় লাভের আশায় ছুঁটছেন পৌরসভার গ্রামগুলোতে। পুরুষের পাশাপাশি মহিলাদের সমর্থন পেতে তারা সমগ্র নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। নারী অধিকার রক্ষা, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পৌরবাসীদের যাবতীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন বলেও এসব নারী নেত্রীরা দিচ্ছেন নানা রকম প্রতিশ্র“তি। বেশির ভাগ প্রার্থীই রাজনৈতিক। ফলে দলীয় সমর্থন, পরস্পরের আত্মীয়তার বন্ধন ও পরিচিত জনদের সহযোগিতায় ভোটারদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে যাচ্ছেন।

সূত্রমতে, জেলার ৫ টি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ১৫টি পদে গত বছরের তুলনায় এ বছর প্রায় তিনগুন সংখ্যক প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এরমধ্যে বর্তমান কাউন্সিলরা তাদের পদটি ধরে রাখার চেষ্টা করছেন। অপরদিকে গত নির্বাচনে পরাজিত ও নতুন প্রার্থী নারী নেত্রীরা সংরক্ষিত কাউন্সিলর পদটি নিজেদের দখলে নিতে ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া হয়ে উঠেছেন। বরাবরের ন্যায় এসব নারী প্রার্থীরা পুরুষ প্রার্থীদের চেয়ে প্রচার-প্রচারনায় এবারও এগিয়ে রয়েছেন। কোমর বেঁধে নির্বাচনী মাঠে নামা এসব নারী নেত্রীরা শেষ সময়েও প্রচার প্রচরানা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। ভোর থেকে সন্ধ্যা অবধি এসব কাউন্সিলর প্রার্থীরা কেহই ঘরে বসে নেই। নির্বাচনী মাঠ গোছাতে তারা এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন।

জেলার গৌরনদী পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে চারজন প্রার্থী কোমর বেঁধে নামলেও ভোটের লড়াই হবে আওয়ামীলীগ নেত্রী সেলিনা আক্তার-পদ্মফুল, মাহমুদা বেগম-পানপাতার সাথে। ২ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সৈয়দা খায়রুন নাহার মায়া-কলস ও বর্তমান কাউন্সিলর শাহনাজ পারভীন রুহিনা-পদ্মফুলের মধ্যে হবে ভোটের লড়াই। ৩ নং ওয়ার্ডে ৫জন প্রার্থী মাঠে থাকলেও ভোটের লড়াই হবে ত্রী-মুখী। এখানে আওয়ামীলীগ সমর্থিত ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসাম্মদ সাবিনা খন্দকার-সেলাইমেশিন, বর্তমান কাউন্সিলর হোসনেয়ারা বেবী-টিউবওয়েল ও নারীনেত্রী রোকেয়া বেগম-কলস লড়াই করছেন সমানে সমান। তবে সেলাইমেশিন ও টিউবওয়েল রয়েছেন এগিয়ে। বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ৩জন, ২ নং ওয়ার্ডে ৩জন, ৩ নং ওয়ার্ডে ২জন। মুলাদী পৌরসভার ১ নং ওয়ার্ডে ২জন, ২ নং ওয়ার্ডে ৫জন, ৩ নং ওয়ার্ডে ৩জন। মেহেন্দীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ৫জন, ২ নং ওয়ার্ডে ২জন, ৩ নং ওয়ার্ডে ৩জন। বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ৩জন, ২ নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৩জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে যাচ্ছেন।