মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ ৩০ জন

দূর্ঘটনায় যাত্রীবাহি পরিবহন দুমরে মুছরে গেছে। এতে ঘটনাস্থলেই মারা গেছে গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও দূর্ঘটনাকবলিত পরিবহনের চেকার কাজী জসিম উদ্দিন (৩৫)। দূর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন যাত্রী। গুরুতর আহত ১৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল ও হাসপাতালে ছুঁটে আসেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহসহ আওয়ামীলীগ ও বিএনপির র্শীর্ষ নেতারা।

গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানান, আগৈলঝাড়ার পয়সারহাট থেকে ঢাকাগামী রেখা পরিবহন গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ইল্লা নামক এলাকা অতিক্রম করছিলো। এসময় বিপরীতদিক থেকে আসা অপরএকটি পরিবহনকে সাইড দিতে গিয়ে রেখা পরিবহনের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। একপর্যায়ে পরিবহনটি মহাসড়কের পাশ্ববর্তী জমির মধ্যে উল্টে গিয়ে দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন গৌরনদীর বিল্লগ্রামের কাজী মোশারেফ হোসেনের পুত্র যুবদল নেতা কাজী জসিম উদ্দিন। এছাড়াও আহত হয় কমপক্ষে ৩০ জন যাত্রী। গুরুতর আহত যাত্রী জহুরা বেগম (৬০), মুজাম হোসেন (৫৫), মাসুম রাঢ়ী(৩০), কমলা মজুমদার (৪৫), তানজিলা (৩), সাগর দাস (২৪), নোমেলা (১৪), গোবিন্দ নাথ (৬০), নজরুল ইসলাম (২৫), খোকন (৩০), ঝুমা(২), নয়ন (৩০), কৃষ্ণা (৩৫) ও  সাগরকে (২৫) প্রথমে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ১৫ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে যুবদল নেতা কাজী জসিমের মর্মান্তিক মৃত্যুতে তার স্বজনদের মধ্যে শোকের মাতম বইছে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।