আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ॥ সাবেক এমপি লাঞ্চিত

মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুদ রেজাকে লাঞ্চিত করেছে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকেরা।

সূত্রমতে, বাকেরগঞ্জ পৌর নির্বাচনে মহাজোটের মনোনীত মেয়র প্রার্থী হচ্ছেন লোকমান হোসেন ডাকুয়া। আর আ’লীগের বিদ্রোহী প্রার্থী হলেন সাবেক মেয়র মাহাবুব আলম। আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে সাবেক এমপি সৈয়দ মাসুদ রেজা পৌর শহরের চৌমাথা নামকস্থানে গনসংযোগে নামেন। এ সময় লোকমান হোসেন ডাকুয়ার সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া ও আবদুল্ল­াহ হক পলাশসহ ৭/৮ জন ছাত্রলীগ নেতারা সাবেক এমপি মাসুদ রেজাকে গণসংযোগ থেকে চলে যেতে বলেন। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে মাসুদ রেজাকে নিয়ে টানাহেচরা শুরু করে লোকমান ডাকুয়ার সমর্থকেরা। খবর পেয়ে লোকমান ও মাহবুব আলমের সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে পৌর শহরের আতংক ছড়িয়ে পড়ে।

সাবেক এমপি সৈয়দ মাসুদ রেজা বলেন, আমি মেয়র প্রার্থী মাহাবুব আলমের গনসংযোগ করতে ছিলাম। এ সময়ে লোকমান হোসেন ডাকুয়ার সমর্থক কয়েকজন উশৃঙ্খল ছাত্রলীগ কর্মীরা আমাকে গণসংযোগ করতে বাঁধা দেয়। তাদের হামলায় আমার এক সমর্থক রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে ওই কর্মীরা আমাকেও লাঞ্চিত করে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম বলেন, হঠাৎ করে পৌর শহরের পরিবেশ অশান্ত হয়ে উঠেছিলো। পরবর্তীতে পুলিশেল হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।