সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ ৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এলাকাবাসী ও চোর কবলিত পরিবার সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একদল চোর রবিবার গভীর রাতে উপজেলার বার্থী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বার্থী গ্রামের স্বপন দত্ত, আওয়ামীলীগ কর্মী অনন্ত চন্দ্র দাস, বিএনপি কর্মী মীরজে আলী গোমস্তা, যুবদল নেতা রুহুল আমিন সরদারের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ৪ টি ঘর থেকে নগদ ৫ হাজার টাকা, ২ টি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসিকে অবহিত করা হয়েছে। ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে থানার এক এস.আইকে পাঠিয়েছেন। তবে চুরির ঘটনায় এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলেও তিনি উল্লেখ করেন।