মেয়র নৌকা বাইচ প্রতিযোগীয় হাজার লোকের সমাগম

আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে কীর্তনখোলা নদীতে ২য় বারের মতে মেয়র নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া এ নৌকা বাইচ দেখার জন্য নদীর দু’তীরে হাজার-হাজার লোকের সমাগম ঘটে। নৌকা বাইচ চলাকালে ঢেউয়ের তোড়ে দুটি বাইচের নৌকা পানিতে নিমজ্জিত হয়। এ সময় নৌকার লোকজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। বিকেল ৩টায় কীর্তনখোলা নদীর দপদপিয়া ফেরীঘাট থেকে চরকাউয়া খেয়াঘাট পর্যন্ত এ নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন বিসিসি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। মেয়র নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করে মুলাদীর নূর মোহাম্মদের দল, দ্বিতীয়স্থান মেহেন্দীগঞ্জের কাসেম আলী সরদারের দল এবং তৃতীয়স্থান মেহেন্দীগঞ্জের আব্দুল জলিলের দল। প্রথমস্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয়স্থান ১৫ হাজার এবং তৃতীয় স্থান ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। এছাড়া বাকি নৌকা বাইচ দলকে একটি করে রঙ্গিন টিভি ও সনদ প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে মেয়র শওকত হোসেন হিরণ সকলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস ও মেট্রো পলিটন পুলিশের কমিশনার ডাঃ আব্দুর রহিম প্রমুখ। প্রতিযোগিতায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, মুলাদীর ২২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। হারিয়ে যাওয়া নৌকা বাইচ দেখার জন্য নদীর দু’তীরে হাজার-হাজার লোকের সমাগম ঘটে।