চার শক্তি নিয়ে মাঠে বিএনপি!

মাঠে নেমেছে বিএনপি। লক্ষ পৌরসভা নির্বাচনে মেয়র পদ আ’লীগের দখলমুক্ত করা। প্রার্থীর ব্যক্তি ইমেজ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক, প্রার্থীর বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা এবং জামায়াতের সমর্থণ এই চতুর্মুখী দৌড়-ঝাপে নতুন করে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ।

জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি ৪দলীয় ঐক্যজোটের একক প্রার্থী হিসেবে মেয়রপদে টেলিভিশন প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। রাজনৈতিক হিসেবে পৌরবাসীর কাছে তিনি একজন পরিচিত মুখ। কারো উপকার করতে না পারলেও আজ প্রর্যন্ত কারো ক্ষতি তিনি করেন নি। বর্তমানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সাংগঠনিকতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। বিএনপিমনা ভোটারও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পৌর এলাকার প্রত্যেকটি গ্রামে এ দলের সমর্থকেরা যে যার মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি প্রার্থী মাহবুব হোসেন মুন্সীর বড় ভাই আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন খোকন মুন্সি ১৯৮৪সালে কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে ভাইয়ের জন্য ভোট চেয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। মাহবুব হোসেন মুন্সি ৪দলীয় ঐক্যজোটের প্রার্থী হওয়ায় জামায়াতের সমর্থণ পেয়েছেন। উপজেলায় সবচেয়ে শক্ত সাংগঠনিকতায় রয়েছে জামায়াত। এ দলের নেতা-কর্মীরাও ভোটারদের কাছে ভোট চাইছেন সমহারে।