করেছেন জনতা ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার বাবলু। গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে এত মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দিয়েছেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, এডভোকেট আব্দুল খালেক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস গৌরনদীতে দুর্নীতি মুক্ত করার ঘোষনা করেন।