নির্বাচন কমিশনের কঠোর নির্দেশের কারনে অবশ্য এখন আর তেমন একটা দেখা যায় না। তবে প্রার্থী বা সমর্থকদের না হলেও সুষ্ঠুভাবে ১৭জানুয়ারীর ভোট গ্রহনকে সামনে রেখে এবার পুলিশ মটরসাইকেল মহড়া দিয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে থানার এসআই-এএসআই ও কনস্টেবলসহ ৮ থেকে১০টি মটরসাইকেল যোগে মহড়া দেয়া হয়েছে। এ মটর সাইকেল মহড়ায় নেতৃত্ব দেয় থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। এ ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষেই আমাদের এ মহড়া’।