ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদারকে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মাহমুদের ৬ নং ওয়ার্ডের বাসভবন থেকে বানারীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মেজবা উদ্দিন জানান, খলিলুর রহমান চোকদারের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ গ্রেফতারের ঘটনাকে ক্ষমতাসিন দলের পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী গোলাম মাহমুদ। গোলাম মাহমুদ বলেন, তার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় নির্বাচনের একদিন আগে সম্পূর্ন পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী খলিলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।