ও মেহেন্দীগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচনকে ঘিরে অতীত, বর্তমান ও রাজনৈতিকভাবেও কঠিন হিসেব-নিকেশ করছেন সাধারন ভোটাররা। নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রচেষ্টায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পাঁচটি পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী ঘোষনা করা হয়। ইতোমধ্যে আবুল হাসানাত আব্দুল্লাহ, এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলুসহ দলের র্শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা এসব পৌরসভার মহাজোট মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে ভোট ভিক্ষার জন্য প্রতিটি পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা শেষ করেছেন। অপরদিকে অভ্যন্তরীন কোন্দলের কারনে এসব পৌরসভায় শুরুতেই প্রার্থী ঘোষণায় বিএনপি হোচট খেয়েছে। পরবর্তীতে চারদলীয় জোটের প্রার্থী ঘোষনা করা হলেও ওইসব প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে নামেননি কোন উল্লেখযোগ্য নেতারা। কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের পক্ষে কেউ মাঠে না নামায় তৃণমূল নেতা-কর্মীরা গায়ে পরে কেহই নির্বাচনে মাঠে নামেননি। এমনকি বিএনপির অনেক সিনিয়র নেতারাই মহাজোট প্রার্থীকে বিজয়ের লক্ষে মাঠে নেমেছেন। সেক্ষেত্রে এ ৫টি পৌরসভায়ই মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থীদের পক্ষে গণজোয়ার বইতে শুরু করেছে। মহাজোট প্রার্থীর পক্ষে মাঠে নামায় গত ১১ জানুয়ারি জেলা উত্তর বিএনপির সহসাধারন সম্পাদক আবিদুর রহমান হুমায়ুনকে বহিঃস্কার ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মঙ্গুকে শোকজ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী।
সূত্রমতে, গৌরনদী পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে রয়েছেন মহাজোটের মোঃ হারিছুর রহমান হারিছ-দেয়াল ঘড়ি। তার একমাত্র প্রতিদ্বন্ধী হিসেবে রয়েছেন বর্তমান মেয়র ও চারদলীয় জোটের প্রার্থী হাওলাদার নুরুল ইসলাম-আনারস। নির্বাচনের প্রচার-প্রচারনা, গণসংযোগ, সৎ-যোগ্য, ব্যক্তি ইমেজ ও সাধারন ভোটারদের গ্রহনযোগ্যতায় হারিছ রয়েছেন অনেকটাই এগিয়ে। মুলাদী পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন সফিকুজ্জামান রুবেল-আনারস, চারদলীয় জোটের হারুন-অর রশিদ খান-দেয়াল ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শুক্কুর আহম্মেদ খান-দোয়াত কলম। এখানে মহাজোটের প্রার্থীর সাথে ভোটের লড়াই হবে চারদলীয় জোটের প্রার্থীর। নির্বাচনের প্রচার প্রচারনায় মহাজোট প্রার্থী এখানেও রয়েছেন এগিয়ে। বানারীপাড়া পৌরসভায় মহাজোটের প্রার্থী ও বর্তমান মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন। ভোটারদের জনপ্রিয়তায় তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে রয়েছেন চারদলীয় জোটের প্রার্থী গোলাম মাহমুদ (মাহবুব মাষ্টার)-টেলিভিশন। বাকেরগঞ্জ পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া-দেয়াল ঘড়ি, চারদলীয় জোটের নাসির উদ্দিন জমাদ্দার-জাহাজ প্রতীক নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মেহেন্দীগঞ্জ পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান-জাহাজ, চারদলীয় জোটের সাহাবুদ্দিন হিমু-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন। তবে ব্যক্তি ও যোগ্য প্রার্থী হিসেবে এখানেও মহাজোট প্রার্থীর গণজোয়ার বইতে শুরু করেছে।