এই মুক্তিযোদ্ধার নাম আবুল হাসেম (৬০)। বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে। তিনি বাজারে রং মিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, “বাড়ির পাশেই একটি গাছ থেকে পুলিশ হাসেমের লাশ উদ্ধার করেছে। তার গায়ে কাদা মাটি লেগে ছিলো। প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হয়নি।”
হাসেমের স্ত্রী আয়েশা আক্তার বলেন, “কয়েক মাস আগে তারা আমার স্বামীকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিলো। তারাই বুধবার রাতে হাসেমকে বাড়ির কাছে একটি জমিতে শ্বাসরোধ করে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।”
আবুল হাসেমের মেয়ে ফারজানা ইয়াসমীন জানান, তার বাবার সঙ্গে বাড়ির রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী হাজী জামাল উদ্দিন, মৌলভী বাড়ির মইনউদ্দিনের ছেলে কফিল উদ্দিন, কামাল উদ্দিন, নুর উদ্দিন ও জহির উদ্দিনের বিরোধ ছিলো।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্র্রহণ করা হবে।”
Source : BDNews24.com