আলীকদম বাজারে অগ্নিকান্ড

দোকান ও ৪টি বসতঘর। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Alikadam Bandarban

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আলীকদম বাজারের রুহুল আমিনের লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের ৭টি দোকান ও ৪টি বসতবাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় জনতা ও আলীকদম সেনা জোনের শতাধিক সেনা সদস্য নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রাদি ও সেলো মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পৌনে তিনটার দিকে চকরিয়া ফায়ার সার্ভিস থেকেও একটি টিম ঘটনাস্থলে আসে। আগুনে মুদি দোকান, ফার্নিচার দোকান, লেপ-তোষক, ডিস সার্ভিস ও বসতবাড়ি পুড়ে যায়।

অগ্নিকান্ডের সময় আলীকদম জোন কমান্ডার লে.কর্ণেল এস এম ইমরাজউজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম সরওয়ার জানান, সেনা সদস্যদের তৎপরতার কারণেই আগুনে নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ২০ লক্ষাধিক টাকার ধারণা করা হচ্ছে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে ২দিনের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সাহায্য করা হয়েছে। একই সাথে বান্দরবান সদর রিজিয়ন থেকেও অর্থ সাহায্য প্রদান করা হয়।