বরিশালে মহাজোটের মহাবিজয়

প্রতিটি পৌর সভায়ই মহাজোট মনোনীত মেয়র প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রচেষ্টায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পাঁচটি পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী ঘোষনা করা হয়। আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতিটি নির্বাচনী এলাকার মহাজোট প্রার্থীদের পক্ষে ভোট ভিক্ষায় জন্য দিনরাত নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।

Municipal Election 2011

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার গৌরনদী পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার-আনারস পেয়েছেন-২,৯৭৪ ভোট। মুলাদী পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী সফিকুজ্জামান রুবেল-আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির শুক্কুর আহম্মেদ খান-দোয়াত কলম পেয়েছেন-২,৯৯৯ ভোট, চারদলীয় জোটের প্রার্থী হারুন-অর রশিদ খান-দেয়াল ঘড়ি পেয়েছেন-২,৮২৩ ভোট।

বানারীপাড়া পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-১,৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের প্রার্থী গোলাম মাহমুদ (মাহবুব মাষ্টার)-টেলিভিশন পেয়েছেন-১,৬৩৫ ভোট। বাকেরগঞ্জ পৌরসভার মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী লোকমান হোসেন ডাকুয়া-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-২,৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১,৮৮৭ ভোট। মেহেন্দীগঞ্জ পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান-জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন-৮,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের সাহাবুদ্দিন হিমু-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-২,৮৬৬ ভোট।

বিএনপির এ ভরাডুবির কারনে এসব পৌরসভার বিএনপির নেতা-কর্মীরা নিজেদের দলীয় কোন্দলকেই দায়ি করেছেন।