বিনাপ্রতিদ্বন্ধীতায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী তৌফিক ইসলাম স্বজল। বাকি আটটি পৌরসভায় গতকাল বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া একটানা ভোটগ্রহনের মাধ্যমে শেষ হয় নির্বাচন। ভোটগ্রহন শেষে গণনার পর পৌরসভার ১ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দুলাল-মোরগ, ২ নং ওয়ার্ডে এক.এম আহসান ইমাম ওরফে খায়রুল খান-মোরগ, ৪ নং ওয়ার্ডে নুর আলম সিকদার-হরিন, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম টিটু-হরিন, ৬ নং ওয়ার্ডে আতিকুর রহমান শামীম-ফুটবল, ৭ নং ওয়ার্ডে ফিরোজ রহমান-হরিন, ৮ নং ওয়ার্ডে মোঃ বকতিয়ার হাওলাদার-আপেল ও ৯ নং ওয়ার্ডে মোঃ বাবুল খান-ঘুড়ি’ কে কাউন্সিলর হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। অপরদিকে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার-পদ্মফুল, ২ নং ওয়ার্ডে সৈয়দা খায়রুন নাহার মায়া-কলস ও মোসাম্মদ সাবিনা খন্দকার-সেলাই মেশিন।