নির্বাচনে নানা অনিয়ম-কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

পৌরসভার নির্বাচনী ভোট গ্রহন। বিভাগের বরিশাল ও ভোলার বেশ কয়েকটি কেন্দ্র দখলে নিয়ে আ’লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিল মারাসহ বিএনপির এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। লাঞ্চিত করা হয়েছে বিএনপি নেতাদের। কোন কোন স্থানে ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়া। আওয়ামী ক্যাডারদের ভোট কেন্দ্র দখলের অভিযোগে এখানকার দুটি পৌরসভায় নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। ভোট কেন্দ্র দখলের অভিযোগে আ’লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তারও করা হয়েছে।নির্বাচনী আচরন বিধি ভঙ্গের দায়ে কয়েক জনকে কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশাল বিভাগে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট চলে। বেলা ১১টা থেকে বিভাগের বিভিন্ন পৌরসভায়  আ’লীগের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে বিএনপি। অভিযোগ উঠে বরিশালের গৌরনদী,মুলাদী,মেহেন্দিগঞ্জ,বানারীপাড়া পৌরসভার কয়েকটি কেন্দ্রের বিএনপি এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।এছাড়া কেন্দ্র দখল করে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীদর প্রতীকে সিলও মেরেছে। অভিযোগ উঠে প্রশাসন এক্ষেত্রে অনেকটা নিরব ভূমিকা পালন করেছে। গৌরনদী পৌরসভার টরকী হাইস্কুল কেন্দ্রে বেলা ১১টায় ভোট দিতে যান বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।এসময় আ’লীগ সমর্থকরা তার উপর হামলা চালিয়েছে। গৌরনদী পৌরসভার তিনটি ভোট কেন্দ্রের এজেন্টদের মারধর করে বের করে দেয় আ’লীগ সমর্থিতরা। এ কারনে দুপুর পোনে ১টায় বিএনপির মনোনীত প্রার্থী হাওলাদার নুরুল ইসলাম নির্বাচন বর্জন ঘোষনা করে গৌরনদী প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনও করেছেন। মেহেন্দীগঞ্জ পৌরসভারও কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ তুলে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শাহাবুদ্দীন হিমু। কালিকাপুর সেন্টারে আ’লীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। বিএনপির প্রার্থী শাহাবুদ্দীন হিমু বদরপুরের নিজবাসভবনে দুপুর পোনে একটায় পৌরনির্বাচন বর্জনের ঘোষনা দেন। মুলাদী পৌরসভার উত্তর তেরচর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র’র ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আ’লীগ প্রার্থী শফিকুজ্জামান রুবেলের প্রতীকে সিল মারে। ওই সময়ে ৫মিনিট ভোট নেয়া বন্ধ থাকে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ।তিনি প্রশাসনকে বিষয়টি অবহিত করলে কেন্দ্রের যথারীতি নিয়মে ভোট নেয়া শুরু হয়। বানারীপাড়ার ২ নং ওয়ার্ডের ২ নং কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে আ’লীগ-বিএনপির মধ্যে ব্যাপক উত্তেজনা চলছিল।উত্তেজনাকর পরিস্থতি থেকে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক রিপন মিয়াকে আটক করে পুলিশ।পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। দুপুর ১২টায় পেরসভার ১ নং ওয়ার্ডে জাসদ-ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অধ্যাপক মন্টু লাল কুন্ডুর সঙ্গে বাকবিতন্ডা ঘটে উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম ফারুকের। অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন দুপুর সাড়ে ১২টায় ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে স্ব প্রতীকে সিল মারে।বিএনপি সমর্থিত প্রার্থী হারুনÑ অরÑ রশীদের অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ওদিকে ভোলার বোরহানউদ্দীন পৌরসভার ৫ নং ওয়ার্ড ও ৮ নং- ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট থেকে দুপুরে ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরেছে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থীর ক্যাডাররা। খবর পেয়ে সেখানে ভোট নেয়া বন্ধ রেখেছে উপজেলা রির্টানিং অফিসার নজরুল ইসলাম।

দুপুর পোনে ২টায় বোরহানউদ্দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফায়েল আহমেদের ভাগ্নে রফিকুল ইসলামের ক্যাডাররা  (রফিক চেয়ারম্যান) কুতুবিয়া ইউনিয়নের তথ্য ও সেবার ভোট কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে এক মুড়ি(১’শ) ব্যালট পেপার ছিনতাই করে। এরপর ক্যাডাররা বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দিয়ে আ’লীগ প্রার্থী রফিকুল ইসলামের প্রতীকে সিল মারে। ভোট কেন্দ্র দখলের বিষয়টি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী  সাইদুর রহমান মিলন প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করে। তাৎক্ষনিক পুলিশ সেখানে গিয়ে ছিনতাইকৃত ব্যালট পেপারের ২৭টি ব্যালট পেপার উদ্ধার করে। এ ঘটনায় দুপুর ২টা থেকে রিটার্নিং অফিসার ভোট নেয়া বন্ধ রেখেছে। একই পৌরসভার ৮ নং ওয়ার্ডের কুতবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পিপ্রজিাইডিং অফিসার অনোয়ার হোসেনের নিকট থেকে দুপুর আড়াইটাই ব্যালটের মুড়ি ছিনতাই করেও আ’লীগ প্রার্থীর সমর্থকরা সিল মেরেছে।সেখানে দুপুর পোনে ৩টা থেকে ভোট নেয়া বন্ধ রয়েছে।  বিকেল সাড়ে ৩টায় বন্ধ থাকা দুটি কেন্দ্রের নেয়া শুরু করে।লাইনে দাড়ানো ভোট নেয়া সম্পন্ন হয় বিকেল সোয়া ৪টায়। দৌলতখান পৌরসভার রাম রতন বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে আ’লীগ সমর্থিত।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। দৌলতখান পৌরনির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে সালমা,শাহিদা,লিংকন,অহিদুর,আজাদসহ ৬ যুবকের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। এরবাইরে ভোলা সদর,লালমোহন কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, কলাপাড়া, বরগুনা জেলার বরগুনা সদর,বেতাগী,আমতলী ও পাথরঘাটা ও পিরোজপুরের পিরোজপুর সদর, স্বরুপকাঠি, মঠবাড়িয়া, শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত বরিশাল বিভাগের ১৯ পৌরসভার মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৮২৯ জন। ১৯৯ ভোট কেন্দ্রে মধ্যে ৯৪৮টি ভোট কক্ষে ভোট গ্রহন চলে। পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৩৮২। মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৪৪৭। এ বিভাগে ৮৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২০৫ জন। আর সাধারন কাউন্সিলর ৬৪২ জন।