দূর্ঘটনা রোধে বরিশালের গৌরনদী ও উজিরপুর ডিজেল টেম্পু মালিক ও চালক সমিতির উদ্যোগে গতকাল শনিবার সকালে এক পরামর্শ বিষয়ক সভা গৌরনদীর মাহিলাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ সেন্টু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিল্পী ও সাংবাদিক আমিন মোল্লা, সমিতির সহসভাপতি কাঞ্চন ফকির, লাইন সেক্রেটারী মিজানুর রহমান, চালক আলমগীর সরদার, মালিক দুলাল হাওলাদার, হানিফ খান, আনিছুর রহমান, মোহন হাওলাদার, মাসুদ মুন্সী প্রমুখ। সভায় সমিতির অর্ন্তভূক্ত গৌরনদী ও উজিরপুরের প্রায় দু’শতাধিক টেম্পু চালক ও মালিকরা উপস্থিত ছিলেন।