সিদ্ধান্ত মোতাবেক গতকাল শুক্রবার অর্ধবেলা বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে শোক দিবস পালন করা হয়। বাজারের প্রায় দু’শতাধিক দোকানপাট বন্ধ রেখে সবাই যখন শোকদিবস পালন করছেন ঠিক তখনই বাজারের এক ব্যবসায়ী ও বিএনপি নেতা তার দোকান খোলা রাখায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐহিত্যবাহী সাহেবেরহাট বাজারে।
জানা গেছে, ওই বাজার কমিটির সাবেক সভাপতি, ঔষধ বিক্রেতা ও আওয়ামীলীগ সমর্থক নির্মল চন্দ্র হালদার (৬৫) বিভিন্নরোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে কারফা গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেন। বাজার কমিটির সাবেক সভাপতির মৃত্যুতে বর্তমান কমিটি গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধবেলা বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করেন। কিন্তু বাজার কমিটির সিদ্ধান্তকে অমান্যকরে নিজের মুদি-মনোহরির দোকান খুলে রাখেন ওই বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা আশরাফুল মোল্লা। তার (আশরাফুলের) সাফ কথা আমি বিএনপির সমর্থক। আওয়ামীলীগের লোক মারা গেছে, তাতে আমি দোকান বন্ধ রাখবো কেন। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।