শোক সংবাদ

মুনসুর আলী শাহ্ (৭৫) গতকাল শুক্রবার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ এশা মরহুমের জানাজার নামাজ শেষে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোক : নির্মল চন্দ্র হালদার
গৌরনদী: আওয়ামীলীগ নেতা ও উপজেলার সাহেবেরহাট বাজার কমিটির সাবেক সভাপতি নির্মল চন্দ্র হালদার (৬২) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে গত বুধবার রাতে নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার জল্লা ইউনিয়নের উত্তর কারফা গ্রামে পারিবারিক শশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে সাহেবেরহাট বন্দরের ব্যবসায়ীরা অর্ধদিবস দোকান বন্ধ রেখে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

বরিশালের প্রবীন সাংবাদিক হোসেন শাহ্ মৃত্যুবার্ষিকী পালিত
গৌরনদী: দক্ষিণাঞ্চলের প্রবীন সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে ও দৈনিক শাহনামার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলির সভাপতি এবং প্রকাশক মরহুম মোঃ হোসেন শাহর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ জোহর স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার ও ব্যপ্টিস্টমিশন রোড জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে সাংবাদিক হোসেন শাহ্র ভূমিকা শ্রদ্ধার সাথে আজো বরিশালবাসী স্মরন করছেন। হোসেন শাহ বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রাহন করেন। তিনি প্রথমে কংগ্রেস পরবর্তীতে যুক্ত ফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।