অভ্যান্তরীন কোন্দলের কারনে এ বিভাগে বিএনপির ভরা ডুবি হয়েছে বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এখানে ১৭ টি পৌরসভায় আওয়ামীলীগ সমর্থীত মহাজোটের মেয়র প্রার্থী, ১ টিতে বিএনপি সমর্থিত চারদলীয় জোটের প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন।
গৌরনদী : পৌরসভার মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ-দেয়াল ঘড়ি ১৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির নুরুল ইসলাম নুর আলম হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট।
বানারীপাড়া : পৌরসভার মহাজোট মনোনীত গোলাম সালেহ মঞ্জু মোল্লা-১ হাজার ৯৮৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মাহমুদ হাসান ওরফে মাহাবুব মাস্টার পেয়েছেন ১ হাজার ৬৩৫ ভোট।
মুলাদী : পৌরসভার মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী শফিকুজ্জামান রুবেল-৪ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী শুক্কুর আহম্মেদ খান পেয়েছেন ২ হাজার ৯৯৬ ভোট।
বাকেরগঞ্জ : পৌরসভার মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী লোকমান হোসেন ডাকুয়া-২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহাবুব আলম পেয়েছেন ১ হাজার ৮৮৭ ভোট।
মেহেন্দিগঞ্জ : পৌরসভারমহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব কামালউদ্দিন খান ৮ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সাহাবুদ্দিন হিমু পেয়েছেন ২ হাজার ৭১২ ভোট। এ পৌরসভার ১টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৩।
ভোলা সদর : পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনির। তিনি পেয়েছেন ৯ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর পেয়েছেন ৮ হাজার ৫৮৩ ভোট।
দৌলতখান : পৌরসভায় মহাজোটের প্রার্থী আলী আজম মুকুল ৪ হাজার ৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মাকসুদুর রহমান পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট।
লালমোহন : পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন পঞ্চায়েত ৫ হাজার ২২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি এনায়েত কবির পেয়েছেন ১ হাজার ৩২০ ভোট।
বোরহান উদ্দিন : মহাজোটের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ৩ হাজার ৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নুর-ই আলম টিপু চৌধুরী পেয়েছেন ১ হাজার ৫৭ ভোট। পৌরসভার একটি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্য ৬২৩।
বরগুনা : পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী একই দলের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহজাহান পেয়েছেন ৪ হাজার ৫৩২ ভোট।
বেতাগী : পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী আলতাফ হোসেন বিশ্বাস। তিনি পেয়েছেন ২ হাজার ৭০৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মোঃ শাহজাহান কবির পেয়েছেন ২ হাজার ৬০৭ ভোট।
পাথরঘাটা : পৌরসভায় ২ হাজার ৭৭৪ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মল্লিক মোঃ আইউব আলী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের আনোয়ার হোসেন আকন পেয়েছেন ২ হাজার ৫২ ভোট।
আমতলী : পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মতিয়ার রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের গাজী শামসুল হক।
পটুয়াখালীর কলাপাড়া : পৌরসভায় মহাজোট প্রার্থী রাকিবুল আহসান ৩ হাজার ৯৪১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির নুরুল ইসলাম মুন্সি পেয়েছেন ২ হাজার ৯৫ ভোট।
পটুয়াখালী সদর : পৌরসভায় মহাজোটের ডাঃ মোঃ শফিকুল ইসলাম ১০ হাজার ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থীত প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না পেয়েছেন ৮ হাজার ৬৩ ভোট।
পিরোজপুরের মঠবাড়িয়া : পৌরসভায় মহাজোট প্রার্থী রাফিউদ্দিন আহমেদ ফেরদৌস ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৫৪৮ ভোট।
স্বরূপকাঠি : পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেন ফারুক ৫ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৭৬ ভোট।
ঝালকাঠির নলছিটি : পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান। তিনি ৫ হাজার ২১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কে.এম মাছুদ ওরফে মাছুদ খান পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট।