কাউন্সিলর প্রার্থীকে ভোট না দেয়ায়!

চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে ধর্মঘট পালন করেছেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে বরিশালের ঐত্যিহবাহী টরকী বন্দরে।

ওই বন্দরের ব্যবসায়ী ভজন কুন্ড জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার টরকী বন্দরের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয় গৌরনদী পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও উপজেলার যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জুয়েল খান তার ৩/৪ জন সহযোগীরা। এ সময় তাকে (জুয়েলকে) ভোট না দেয়ার অভিযোগে নির্বাচনের খরচ বাবদ ব্যবসায়ী ভজন কুন্ডর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী ভজন কুন্ডকে জীবননাশের হুমকি দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে টরকী বন্দরের সাধারন ব্যবসায়ীরা ওইদিন বিকেলে তাদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করে বন্দর এলাকায় ধর্মঘটের ডাক দেন। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই অভিযোগে জুয়েল খান ও তার সহযোগীরা টরকী বন্দরের পালপাড়া এলাকার হিন্দু ভোটারদের গালিগালাজসহ হুমকি প্রদর্শন করে। চাঁদাদাবি ও হুমকির অভিযোগ অস্বীকার করে মোঃ জুয়েল খান জানান, ভজন কুন্ডের সাথে তার বাকবিতন্ডা হয়েছে। এ ব্যাপারে ৩ জনকে আসামি করে গতকাল শুক্রবার সন্ধ্যায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।