পরাজিত কাউন্সিলর প্রার্থীকে অবরুদ্ধ ॥ একঘন্টা পর উদ্ধার

প্রায় একঘন্টা অবরুদ্ধ করে রেখেছে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এ সময় সামচুন নাহার (৭৫) নামের এক বৃদ্ধাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব কাসেমাবাদ গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধদের উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন বেপারী শুক্রবার বিকেল থেকে এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। শুক্রবার রাত আটটার দিকে একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর প্রার্থী পূর্ব কাসেমাবাদ গ্রামের ইয়াছিন খানের বাড়িতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন-অর রশীদ, মোঃ আলাউদ্দিন বেপারী ও ইয়াসিন খান চা চক্রে মিলিত হয়। খবর পেয়ে ওই ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী ও আওয়ামীলীগ নেতা নুর আলম বাবুল খান ও তার সমর্থকেরা লাঠিসোটা নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গৃহকর্তা ইয়াসিন খানের মা সামচুর নাহারকে (৭৫) মারধর করে ঘরে প্রবেশ করে। তারা ঘরের মধ্যে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের খোঁজাখুজি করে না পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন ঘরের দোতালাসহ বিভিন্নস্থানে ও বাথরুমের ভেতরে পালিয়ে থেকে পরাজিত কাউন্সিলর প্রার্থীরা আত্মরক্ষা করে। ঘটনার প্রায় একঘন্টা পর খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। এ ঘটনায় পরাজিত কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দিন বেপারী বাদি হয়ে জাকির হোসেন, মোক্তার হোসেন, জামাই বাচ্চুসহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

15-01-11 Bs

MŠib`x‡Z civwRZ wZbRb KvDwÝji

cÖv_x©‡K Aei“× \ GKN›Uv ci D×vi

wbR¯^ msev“vZv, ‡MŠib`x, 15 Rvbyqvwi \ ‡cŠi wbe©vP‡bvËi ewikv‡ji ‡MŠib`x ‡cŠimfvi 9 bs Iqv‡W©i civwRZ wZbRb KvDwÝji cÖv_©x‡K cÖvq GKN›Uv Aei“× K‡i ‡i‡L‡Q weRqx KvDwÝji cÖv_©xi mg_©‡Kiv| G mgq mvgPzb bvnvi (75) bv‡gi GK e„×v‡K gviai Kiv n‡q‡Q e‡j Awf‡hvM cvIqv ‡M‡Q| NUbvwU N‡U‡Q ïµevi iv‡Z c~e© Kv‡mgvev` MÖv‡g| Lei †c‡q cywjk NUbv¯’‡j †cŠu‡Q Aei“ׇ`i D×vi K‡i| G NUbvq MZKvj kwbevi mKv‡j _vbvq gvgjv `v‡qi Kiv n‡q‡Q|

cywjk I cÖZ¨¶`k©xiv Rvbvq, IB Iqv‡W©i civwRZ KvDwÝji cÖv_©x I ‡cŠi weGbwci m`m¨ ‡gvt AvjvDwÏb ‡ecvix ïµevi we‡Kj †_‡K GjvKvi †fvUvi‡`i Øv‡i Øv‡i wM‡q ‡mŠRb¨ mv¶vZ K‡ib| ïµevi ivZ AvUUvi w`‡K GKB Iqv‡W©i Aci civwRZ KvDwÝji cÖv_©x c~e© Kv‡mgvev` MÖv‡gi BqvwQb Lv‡bi evwo‡Z IqvW© AvIqvgxjx‡Mi mfvcwZ I civwRZ KvDwÝji cÖv_©x nvi“b-Ai ikx`, ‡gvt AvjvDwÏb †ecvix I Bqvwmb Lvb Pv P‡µ wgwjZ nq| Lei †c‡q IB Iqv‡W©i weRqx KvDwÝji cÖv_©x I AvIqvgxjxM ‡bZv byi Avjg eveyj Lvb I Zvi mg_©‡Kiv jvwV‡mvUv wb‡q IB evwo‡Z nvgjv Pvjvq| G mgq nvgjvKvixiv M„nKZ©v Bqvwmb Lv‡bi gv mvgPzi bvnvi‡K (75) gviai K‡i N‡i cÖ‡ek K‡i| Zviv N‡ii g‡a¨ civwRZ KvDwÝji cÖv_©x‡`i ‡LuvRvLywR K‡i bv ‡c‡q Ak­xj fvlvq MvwjMvjvR K‡i| ZLb N‡ii ‡`vZvjvmn wewfbœ¯’v‡b I ev_i“‡gi ‡fZ‡i cvwj‡q ‡_‡K civwRZ KvDwÝji cÖv_©xiv AvZ¥i¶v K‡i| NUbvi cÖvq GKN›Uv ci Lei ‡c‡q ‡MŠib`x _vbv cywjk NUbv¯’‡j Dcw¯’Z n‡q Aei“ׇ`i D×vi K‡i| G NUbvq civwRZ KvDwÝji cÖv_©x ‡gvt AvjvDwÏb ‡ecvix evw` n‡q RvwKi †nv‡mb, ‡gv³vi †nv‡mb, RvgvB ev”Pzmn 12 Rb‡K Avmvwg K‡i ‡MŠib`x _vbvq GKwU gvgjv `v‡qi K‡ib|

 

 

LvKb Avn‡¤§` nxiv

MŠib`x, ewikvj|

01721874037