২শ’ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা অনুষ্ঠিত

আঁক গ্রামে ২শত বছরের ঐতিহ্যবাহী মারবেল খেলা মেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মেলা কমিটির সভাপতি শংকর বিশ্বাস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২শ’ বছর পূর্বে স্থানীয় সাধিকা মা সোনাই চাঁদের ৫বছর বয়সে বাল্যবিবাহ হয়। বিয়ের ২বছরের মাথায় স্বামীর মৃত্যু ঘটলে উল্লেখিত স্থানে পৈতৃকবাড়িতে বিধবা সোনাইচাঁদ একটি নিম গাছের নিচে মন্দির তৈরী করে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। তার মন্দির সংলগ্ন নিমগাছটি আজও কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। সোনাইচাঁদের জীবদ্দশায় যেসব ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন তার প্রত্যেকটির বাস্তব প্রতিফলন ঘটেছে বলেই স্থানীয় প্রবীণ ব্যক্তিরা মন্তব্য করেন। সোনাইচাঁদের মৃত্যুর পরে সেই থেকে আজ পর্যন্ত রামানন্দের আঁক আউলিয়ারপাড়ে মা সোনাইচাঁদ স্মরণে মেলা বসে। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজার দিনে মেলা উপলক্ষে অতীতের প্রথা অনুযায়ী শিশু-কিশোর থেকে শুরু করে সকল শ্রেণী ও পেশার নারী-পুরুষ দিনভর সমানতালে মারবেল খেলার আনন্দে মেতে উঠে। দিবসের তাৎপর্য তুলে ধরে মেলা আয়োজক কমিটি ২দিন ব্যাপী কবিগান, ধর্মীয় আলোচনা সভা ও মহোৎসবের আয়োজন করে। এছাড়া এখানে একইদিন নবান্ন উৎসব পালন করা হয়। পার্শ্ববর্তী গৌরনদী, কালকিনি, উজিরপুর, কোটালীপাড়া উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষের মেলাস্থলে সমাগম ঘটে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গতকাল রামানন্দের আঁক আউলিয়ারপাড়ে মা সোনাইচাঁদের বাৎষরিক মেলা সুষ্ঠুভাবে উদ্যাপন হয়। তবে একশ্রেণীর জুয়ারীদের কারণে প্রাচীণ এই মেলার ঐতিহ্য নষ্ট হতে চলেছে।