সপন্ন হয়েছে। শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচ্ছিন্ন ঘটনায় ৫ জন আহত হয়েছে।
বাংলাদেশ আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘ বিবিএস-র নির্বাচন ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। শুক্রবার বরিশালের গৌরনদীর সিসিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সংঘের সাবেক সভাপতি তপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি পদে সিএইচসিপি-র কাঠিরা আঞ্চলিক ব্যাবস্থাপক জেমস রিপন বাড়ৈ এবং অপর প্যানেলে সুধাংশু ঘোষ, সহ-সভাপতি সুদীপ্ত অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন মন্ডলী থেকে মোট ৯৪ জন ভোটারের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হলেও শেষভাগে একপক্ষ নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন কমিশনার ধামসর মন্ডলীর পুরোহিত সুভাষ অধিকারী (৬০)কে টেনেহিঁচরে লাঞ্ছিত করে। তাকে রক্ষা করতে এলে গৈলা মন্ডলীর পুরহিত সুনীল বাড়ৈ (৫২), জন সরকার (২৮), যাকোব বাড়ৈ, বিনোদ বাড়ৈ ও রথীন বাড়ৈসহ বেশ কয়েকজনের উপর বেপরোয়া হামলা চালিয়ে তাদের আহত করে। আহতসূত্রে জানা গেছে, হাওলা গ্রামের পিতর পান্ডের নেতৃতে সুধাংশু ঘোষ, সুদীপ্ত, নান্টু বিশ্বাস, সুধীন, রথীন, হিল্টন, টিটু বহিরাগত মাস্তান নিয়ে হামলা চালায়। হামলাকালীন নিজেদের লোকের হাতে রথীন বাড়ৈ ছুরিকাহত হলে গুরুতর অবস্থায় শেবাচিমে ও বাকি আহতদের অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। নির্বাচনের ফলাফলে ৯৪ ভোটের মধ্যে ৫৬ ভোট পেয়ে ১১বারেরমতো দক্ষিণাঞ্চলের খ্রীষ্টিয় সমাজের পুরোধা কাঠিরা গ্রামের তপন বিশ্বাস সভাপতি ও জেমস রিপন বিশ্বাস সহ-সভাপতি পদে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী সুভাষ ঘোষ পেয়েছেন ৩৮ ভোট। পুলিশের উপস্থিতিতে এ সংঘর্ষ ঘটলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। নবনির্বাচিত সভাপতি তপন কুমার বিশ্বাস তার প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়ে বলেন, যারা এসব নোংরামীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মন্ডলীতে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।