ঘন কুয়াশায় সড়ক ও নৌ-যোগাযোগ বিপর্যস্থ

বিপর্যস্থ হয়ে পড়েছিল। ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী এবং বরিশাল অঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চগুলো নির্ধারিত সময়ের ৬ থেকে ৭ ঘন্টা পরে গন্তব্যে পৌছেছে। ওই লঞ্চগুলো শুক্রবার দিবাগত গভীর রাতে কুয়াশার কবলে পড়ে বরিশালের হিজলা ও চাঁদপুর সংলগ্ন মেঘনর বিভিন্ন শাখা নদীতে নোঙ্গর করেছিল।

বরিশাল নৌ বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর লোকমান হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী ৪টি লঞ্চ বেলা সাড়ে ১২ টার পর বরিশাল ঘাটে পৌছেছে। শুক্রবার রাতে বরিশালসহ দক্ষিণঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোও শনিবার বেলা ১২টার পরে ঢাকায় পৌছেছে। এদিকে শুক্রবার রাত থেকে গভীর কুয়াশার কারনে দক্ষিণাঞ্চলের সড়ক পথেও যানবহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সকাল ৯টা পর্যন্ত পুরো নগরী কুয়াশায় আচ্ছন্ন ছিল। বেলা ১১ টার পরে সূর্যের কিরন দেখা গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার ও তার আগের ২দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় কনকনে শীত আজ অনেকটা কমেছে।