দুপুরে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সাধারন শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা গেছে, কলেজের ৪০ তম ব্যাচ ও ৪১ তম ব্যাচের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ৪০ তম ব্যাচের ছাত্রলীগ নেতা আবিদুর রহমান আবিদকে মারধর করে মেডিকেলের ছাত্রকল্যান পরিষদের ভিপি ছাত্রলীগ নেতা মাসরেফুল ইসলাম সৈকতের সমর্থক প্রিন্স ও তার সহযোগীরা। এ ঘটনার জেরধরে গতকাল রবিবার দুপুর একটার দিকে আবিদ গ্র“পের নয়ন, মোসাদ্দেকের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রলীগ সমর্থিত নেতা-কর্মীরা প্রিন্স ও তার সহযোগী রাকিব, সুজন ও পাবনের ওপর হামলা চালায়। এসময় উভয় গ্রুপ লাঠি সোটা নিয়ে ক্যম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
কোতোয়ালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত। ক্যাম্পাসে পুলিশ মোতায়ের করা হয়েছে। ছাত্র কল্যান পরিষদের ভিপি মাসরেফুল ইসলাম সৈকত বলেন, ক্যাম্পাসে অপ্রতিকর ঘটনার সুষ্ঠ বিচার হওয়া উচিত। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবরার আহমেদ বলেন, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে।