ইভটিজিং প্রতিরোধে দু’দিনব্যাপী অনুষ্ঠান শুরু

উত্যক্ত করে আসছে। ওইসব যুবকদের সচেতন করে তোলতে হবে। আর এর দায়িত্ব নিতে হবে প্রতিটি অভিভাবকদের। কারন যাদের উত্যক্ত করা হচ্ছে সেওতো কারো না কারো বোন কিংবা মেয়ে। ওইসব যুবকদের (বখাটেদের) সতেচন করা হলেই সমাজ থেকে ইভটিজিং রোধ করা সম্ভব। আলোচনাসভা ও নাটকের অভিনয়ে সমাজ থেকে ইভটিজিং নিমূর্লে এভাবেই নানা প্রশ্ন উঠে এসেছে।     

 

“বিদায় ২০১০-বিদায় ইভটিজিং” শ্লোগানকে সামনে রেখে ইভটিজিং ও যৌন হয়রানীর বিরুদ্ধে দু’দিনব্যাপী স্টুডেন্টস্ ক্যাম্পেইন গতকাল রবিবার বরিশালের গৌরনদীতে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা ও ক্যাম্পেইন

কর্মসূচীতে অংশ নেয়া উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিং বিরোধী নাটক, দলীয় সংগীত, জারিগান, স্বরচিত গানের প্রতিযোগীতা ও ডিসপ্লের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে। উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বসানো হয় সাতটি ষ্টল। উপজেলার পিঙ্গলাকাঠী, নলচিড়া, সরিকল, চন্দ্রহার, পূর্ব হোসনাবাদ, মাহিলাড়া, বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ইতিপূর্বে ইভটিজিং প্রতিরোধে নেয়া বিভিন্ন কর্মসূচী ষ্টলে বসে শিক্ষার্থীরা আগত দর্শকদের সামনে উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংগীত পরিবেশন করেন গৌরনদী শিশু একাডেমীর শিল্পীরা।   


ইভটিজিং ও যৌন হয়রানীর বিরুদ্ধে দু’দিনব্যাপী স্টুডেন্টস্ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্ঠা ও স্পিড ট্রাস্টের আয়োজনে বিএনডিএন ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহায়তায় গৌরনদীর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে সকাল দশটায় বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা চত্বর থেকে র‌্যালীটি বের করে গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, বরিশাল অমৃত লাল দে কলেজের প্রভাষক ও স্পিড ট্রাস্টের প্রতিনিধি মেজবা বীন ইকবাল শামীম। উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ও শারমীন কবীর বিথী। সকাল দশটা থেকে অনুষ্ঠান চলে বিকেল চারটা পর্যন্ত।            

দু’দিনব্যাপী স্টুডেন্টস্ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান আজ সোমবার। এ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা, ষ্টল পরিদর্শন, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। উল্লেখ্য, ইভটিজিং প্রতিরোধে গৌরনদীতে এটাই সর্বপ্রথম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।