অভিযান চালিয়ে রামানন্দের আঁক গ্রাম থেকে তাস দিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে তাস দিয়ে জুয়া খেলার সময় রামানন্দের আঁক গ্রাম থেকে নগদ টাকা, তাস ও জুয়ার গুটিসহ জুয়াড়ী জব্বার ফকির (২৬), আলতাফ হোসেন (১৯), পঙ্কজ অধিকারী (১৮) ও বিজয় সরকারকে (২৫) গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এএসআই মনিরুজ্জামান মনির বাদি হয়ে মামলা দায়ের করে ওইদিনই গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করেন।